ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব: তাহের

নিজস্ব প্রতিবদেক
  • সর্বশেষ আপডেট ০১:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 63

আব্দুল্লাহ মো. তাহের। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আমরা এখনো নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনে আছি। সোজা আঙুলে যদি ঘি না উঠে তাহলে আঙুল বাঁকা করব। কিন্তু ঘি আমাদের লাগবেই। সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন। নো হাংকি পাংকি। জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে পল্টন মোড়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীরা বেলা ১১টার দিকে পুরানা পল্টন মোড়ে ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে জড়ো হন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী গণমিছিল নিয়ে প্রেস ক্লাব, জাতীয় ঈদগাহ মোড় হয়ে মৎস্যভবন মোড় পর্যন্ত যান। আগে থেকে মৎস্যভবন মোড় থেকে যমুনা অভিমুখী সড়কে বেরিকেড দিয়ে রাখা হয়েছিল। পুলিশের বাধায় মিছিল সেখানে থেমে যায়। পরে সিনিয়র নেতাদের সঙ্গে কথোপকথনের পর কিছু নেতাকে যমুনার দিকে পাঠানো হয়, যারা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি পৌঁছে দেন। যমুনার গেটে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল স্মারকলিপিটি সাংবাদিকদের সামনে পড়ে শোনান।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত আন্দোলনের ইউসূফ সাদেক, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহারসহ আট দলের সিনিয়র নেতারা।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করব: তাহের

সর্বশেষ আপডেট ০১:৪০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, আমরা এখনো নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলনে আছি। সোজা আঙুলে যদি ঘি না উঠে তাহলে আঙুল বাঁকা করব। কিন্তু ঘি আমাদের লাগবেই। সুতরাং যা বোঝাতে চাই বুঝে নিন। নো হাংকি পাংকি। জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে পল্টন মোড়ে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীরা বেলা ১১টার দিকে পুরানা পল্টন মোড়ে ভিন্ন ভিন্ন মিছিল নিয়ে জড়ো হন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মী গণমিছিল নিয়ে প্রেস ক্লাব, জাতীয় ঈদগাহ মোড় হয়ে মৎস্যভবন মোড় পর্যন্ত যান। আগে থেকে মৎস্যভবন মোড় থেকে যমুনা অভিমুখী সড়কে বেরিকেড দিয়ে রাখা হয়েছিল। পুলিশের বাধায় মিছিল সেখানে থেমে যায়। পরে সিনিয়র নেতাদের সঙ্গে কথোপকথনের পর কিছু নেতাকে যমুনার দিকে পাঠানো হয়, যারা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি পৌঁছে দেন। যমুনার গেটে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল স্মারকলিপিটি সাংবাদিকদের সামনে পড়ে শোনান।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারি সেক্রেটারি হামিদুর রহমান আযাদ, মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত আন্দোলনের ইউসূফ সাদেক, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহারসহ আট দলের সিনিয়র নেতারা।