সেপ্টেম্বরে তিন পথে ঝরেছে ৪৬৫ প্রাণ, বেশি মৃত্যু সড়কে
- সর্বশেষ আপডেট ০৬:৩০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 85
চলতি বছরের সেপ্টেম্বরে সড়ক, রেল ও নৌ-পথে ৪৯২টি দুর্ঘটনায় ৪৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৯৫ জন। শনিবার (৪ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশনের প্রকাশিত মাসিক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
দুর্ঘটনাগুলোর মধ্যে সড়কে ৪৪৬টি দুর্ঘটনায় ৪১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮২ জন। একই সময়ে ১৭টি নৌ-দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ছয় জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ২৯টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৬৩ জন নারী ও ৪৭ জন শিশু রয়েছেন। গত মাসে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৪৩ জন, যা মোট নিহতের ৩৪ দশমিক ২৯ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৩ দশমিক ৮৫ শতাংশ।
একই সময়ে ১১২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৬ দশমিক ৮৫ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৬ জন (১৩ দশমিক ৪২ শতাংশ)। সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা ৪৯ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, সেপ্টেম্বর মাসে সংঘটিত দুর্ঘটনাগুলোর মধ্যে ১৬১টি ঘটেছে জাতীয় মহাসড়কে, ১৩৯টি আঞ্চলিক সড়কে, ৫৭টি গ্রামীণ সড়কে এবং ৮৯টি শহরের সড়কে। দুর্ঘটনাগুলোর মধ্যে ৯২টি মুখোমুখি সংঘর্ষ, ১৭১টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১১৯টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৫৮টি পেছন থেকে আঘাত করা এবং ৬টি অন্যান্য কারণে ঘটেছে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ১২৮টি। এসব দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৪ জন। বরিশাল বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা হয়েছে। এই বিভাগে ১৬টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন।
একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ৫২টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম মাগুরা জেলায়, যেখানে ৮টি দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। রাজধানী ঢাকায় ৪২টি দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ত্রুটিপূর্ণ যানবাহন ও সড়ক, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা চিহ্নিত করা হয়েছে।
































