ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল তিন শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৮:০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 92

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল তিন শ্রমিকের

মুন্সীগঞ্জ শহরের আফতাব উদ্দিন মার্কেটের পাশে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মৃতরা হলেন; বগুড়ার ইব্রাহিম (২৮), গাইবান্ধার শাহীন ইসলাম (২২) ও রংপুরের ফিরোজ (১৮)।

স্থানীয়রা জানান, রোববার বিকাল ৩টার দিকে শহরের সবুজ কাজীর বাড়িতে কাজ করছিলেন দুই নির্মাণ শ্রমিক। এদের মধ্যে একজন সবুজ কাজীর সেপটিক ট্যাংকে নেমে আর উঠেনি। পরে অন্যজন পাশের বিল্ডিং থেকে শাহীনকে ডেকে নিয়ে আসে। একে একে তিনজন ওই ট্যাংকে নেমে আর ফিরে না আসায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে উদ্ধারকাজ শুরু করে এবং তিনজনের লাশ উদ্ধার করে।

শাহীনের সঙ্গে কাজ করতে আসা পাভেল জানান, “শাহীনের সঙ্গে আমরা একসঙ্গে মুন্সীগঞ্জ স্টেডিয়ামের কাছে ভাড়া থেকে কন্ট্রাক্টারের অধীনে বাড়ি নির্মাণ কাজ করি। শাহীন এখানে একটি বিল্ডিং নির্মাণের কাজ করছিল। পাশের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসা একজন তাকে ডেকে নিয়ে আসে। পরে ট্যাংকে নেমে শাহীনসহ তিনজন মারা যান। ওর বাড়ি গাইবান্ধা জেলায়।”

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাস থাকায় শ্রমিকদের মৃত্যু হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল তিন শ্রমিকের

সর্বশেষ আপডেট ০৮:০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫

মুন্সীগঞ্জ শহরের আফতাব উদ্দিন মার্কেটের পাশে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে লাশগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মৃতরা হলেন; বগুড়ার ইব্রাহিম (২৮), গাইবান্ধার শাহীন ইসলাম (২২) ও রংপুরের ফিরোজ (১৮)।

স্থানীয়রা জানান, রোববার বিকাল ৩টার দিকে শহরের সবুজ কাজীর বাড়িতে কাজ করছিলেন দুই নির্মাণ শ্রমিক। এদের মধ্যে একজন সবুজ কাজীর সেপটিক ট্যাংকে নেমে আর উঠেনি। পরে অন্যজন পাশের বিল্ডিং থেকে শাহীনকে ডেকে নিয়ে আসে। একে একে তিনজন ওই ট্যাংকে নেমে আর ফিরে না আসায় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। বিকাল ৪টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে উদ্ধারকাজ শুরু করে এবং তিনজনের লাশ উদ্ধার করে।

শাহীনের সঙ্গে কাজ করতে আসা পাভেল জানান, “শাহীনের সঙ্গে আমরা একসঙ্গে মুন্সীগঞ্জ স্টেডিয়ামের কাছে ভাড়া থেকে কন্ট্রাক্টারের অধীনে বাড়ি নির্মাণ কাজ করি। শাহীন এখানে একটি বিল্ডিং নির্মাণের কাজ করছিল। পাশের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে আসা একজন তাকে ডেকে নিয়ে আসে। পরে ট্যাংকে নেমে শাহীনসহ তিনজন মারা যান। ওর বাড়ি গাইবান্ধা জেলায়।”

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকের ভেতরে অতিরিক্ত গ্যাস থাকায় শ্রমিকদের মৃত্যু হয়েছে।