সেনা অভিযানে সাতক্ষীরায় ভারতীয় ওষুধ ও বিড়ি জব্দ
- সর্বশেষ আপডেট ০৯:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 110
সাতক্ষীরায় সেনাবাহিনী ১৭ লক্ষ টাকার অবৈধ ভারতীয় ঔষধ এবং ৩ লক্ষ টাকার বিড়িসহ তিনজন চোরাকারবারিকে আটক করেছে।
সেনা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শ্যামনগরের ভেটখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিগঞ্জ সেনা সদস্যরা তাদের আটক করেন। আটককৃতরা হলেন: মোজাম্মেল হোসেন, শ্যামনগরের মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা, আকলিমা খাতুন, শ্যামনগরের আশরাফ হোসেনের কন্যা এবং কোহিনুর রহমান, কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের বাসিন্দা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ভারত থেকে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ ঔষধ ও বিড়ি দক্ষিন ভেটখালী এলাকায় রাখা ছিল। অভিযানে প্রথমে ৩ লক্ষ টাকার বিড়ি জব্দ করা হয়, এরপর মোজাম্মেল হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৭ লক্ষ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
জব্দকৃত মালামাল ও আটককৃতদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
































