ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সেনাপ্রধানের প্রতি সোহেল রানার আহ্বান

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৬:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 97

সেনাপ্রধানের প্রতি সোহেল রানার আহ্বান

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানসূচক বক্তব্য দেওয়ায় সেনাপ্রধানকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রদান করা কার্ডকে ভিআইপি হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

সোহেল রানা বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটে নিজের ফেসবুকে একটি পোস্টে এই কৃতজ্ঞতা জানান। তিনি লিখেছেন, “জেনারেল ওয়াকার জামান স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মুক্তিযোদ্ধা এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি যে সম্মানসূচক কথাগুলো বলেছেন, তার জন্য আমরা যারা মুক্তিযোদ্ধা জীবিত আছি, আমরা সবাই অত্যন্ত আনন্দিত।”

তিনি আরও লিখেছেন, “মূল্যহীন মুক্তিযোদ্ধা কার্ড—এটাকে এবার আপনি একটা স্ট্যাটাস দিয়ে যান, এই কার্ডগুলোকে ভিআইপি কার্ড বলে ঘোষণা করার ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে এটাও ঘোষণা করুন, যে কার্ডের সুবিধা কার্ড হোল্ডার ব্যতীত আর কেউ ইনহেরিট করতে পারবে না। আমার বিশ্বাস ২০-২৫ বছরের মধ্যে এই কার্ড আর কেউ চাইবে না। কারণ জীবিত কোনো মুক্তিযোদ্ধ তখন আর বেঁচে থাকবে না।”

পোস্টের শেষে সোহেল রানা সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে তার আহ্বান সমাপ্ত করেছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সেনাপ্রধানের প্রতি সোহেল রানার আহ্বান

সর্বশেষ আপডেট ০৬:২৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেতা মাসুদ পারভেজ সোহেল রানা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মানসূচক বক্তব্য দেওয়ায় সেনাপ্রধানকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রদান করা কার্ডকে ভিআইপি হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন।

সোহেল রানা বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটে নিজের ফেসবুকে একটি পোস্টে এই কৃতজ্ঞতা জানান। তিনি লিখেছেন, “জেনারেল ওয়াকার জামান স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মুক্তিযোদ্ধা এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনি যে সম্মানসূচক কথাগুলো বলেছেন, তার জন্য আমরা যারা মুক্তিযোদ্ধা জীবিত আছি, আমরা সবাই অত্যন্ত আনন্দিত।”

তিনি আরও লিখেছেন, “মূল্যহীন মুক্তিযোদ্ধা কার্ড—এটাকে এবার আপনি একটা স্ট্যাটাস দিয়ে যান, এই কার্ডগুলোকে ভিআইপি কার্ড বলে ঘোষণা করার ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে এটাও ঘোষণা করুন, যে কার্ডের সুবিধা কার্ড হোল্ডার ব্যতীত আর কেউ ইনহেরিট করতে পারবে না। আমার বিশ্বাস ২০-২৫ বছরের মধ্যে এই কার্ড আর কেউ চাইবে না। কারণ জীবিত কোনো মুক্তিযোদ্ধ তখন আর বেঁচে থাকবে না।”

পোস্টের শেষে সোহেল রানা সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে তার আহ্বান সমাপ্ত করেছেন।