সেনাকুঞ্জের সংবর্ধনায় যোগ দিতে পারেন খালেদা জিয়া
- সর্বশেষ আপডেট ০৭:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 82
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নিতে পারেন। তাঁর শারীরিক অবস্থা অনুকূলে থাকলে গুলশানের বাসভবন থেকে অনুষ্ঠানে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিষয়টি জানান বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর। তিনি বলেন, খালেদা জিয়া কিছুটা অসুস্থ থাকলেও শুক্রবার শারীরিক অবস্থার উন্নতি হলে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
গত বছরও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। তখন সেনাকুঞ্জে পৌঁছালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাঁকে স্বাগত জানান।































