সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন জরুরি: বদিউল আলম
- সর্বশেষ আপডেট ০৩:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 49
দেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনী রাজনীতি ও রাজনৈতিক দলগুলো ক্রমেই কুলষিত হচ্ছে, যেখানে কালোটাকা ও পেশিশক্তিনির্ভর চর্চা এখনও প্রভাবশালী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি হোটেলে সুজন আয়োজিত বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, দীর্ঘদিন দলীয় রাজনীতিতে সক্রিয় থেকেও দুই কোটি টাকা দিতে না পারায় মনোনয়ন না পাওয়ার ঘটনা এবারও ঘটেছে, যা প্রমাণ করে রাজনৈতিক দলগুলো সরাসরি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে। এ অবস্থায় সবচেয়ে জরুরি হলো নির্বাচন কমিশনের সংস্কার, কারণ শেখ হাসিনার সময় কমিশনের সদস্যরা আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত অনুগত হয়ে উঠেছিলেন।
সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুকে ক্ষমতায়নের লক্ষ্যেই সংবিধান প্রণয়ন করা হয়েছিল, যার ফলে প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা কেন্দ্রীভূত হয়। সেই ধারাবাহিকতায় শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে দানবীয় রূপ নিতে পেরেছিলেন। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং প্রতিশোধপরায়ণ রাজনীতির মাধ্যমে আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ১৯৯১ সালের নির্বাচন ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন।
সংলাপে রাজশাহী বিভাগের সব জেলার প্রতিনিধিরা অংশ নেন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতারা নির্বাচনী ব্যবস্থা ও সংস্কার নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

































