ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৩:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 69

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ সংস্থা। প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতিরা এখানে বিচার কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলাসহ লাখো নথি এখানে সংরক্ষিত আছে।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে, জাতীয় ঈদগাহ মাঠ এবং সুপ্রিম কোর্টের প্রধান ফটকের কাছে বহিরাগত ও অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়েছে, যা সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

এই কারণে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে কম্পাউন্ড ও তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুপ্রিম কোর্ট এলাকায় বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

সর্বশেষ আপডেট ০৩:৫৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

সুপ্রিম কোর্ট কম্পাউন্ড, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবন এবং তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) ড. মো. আতিকুস সামাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ সংস্থা। প্রধান বিচারপতি এবং উভয় বিভাগের বিচারপতিরা এখানে বিচার কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া দেশের গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলাসহ লাখো নথি এখানে সংরক্ষিত আছে।

সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে, জাতীয় ঈদগাহ মাঠ এবং সুপ্রিম কোর্টের প্রধান ফটকের কাছে বহিরাগত ও অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়েছে, যা সুপ্রিম কোর্ট এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।

এই কারণে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় ঈদগাহে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে কম্পাউন্ড ও তৎসংলগ্ন এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে।