সুপার ফোরে বাংলাদেশ: শক্ত প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি লড়াই
- সর্বশেষ আপডেট ১১:৫৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 76
এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডের নাটকীয় পরিস্থিতির পর নিশ্চিত হয়েছে, বাংলাদেশ সুপার ফোরে উঠেছে। শ্রীলঙ্কার জয় নিশ্চিত করায় লিটন দাসের নেতৃত্বাধীন দল সেরা চারের মধ্যে জায়গা করে নিয়েছে। এবার সামনে অপেক্ষা আরও কঠিন পরীক্ষা—ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলা।
‘বি’ গ্রুপে তিন ম্যাচে জয় তুলে শীর্ষে শেষ করেছে শ্রীলঙ্কা (৬ পয়েন্ট)। বাংলাদেশ দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়। ‘এ’ গ্রুপ থেকে এসেছে ভারত ও পাকিস্তান। এই চার দল নিয়ে শুরু হবে সুপার ফোর পর্ব, যেখানে প্রতিটি দল বাকি তিন দলের বিপক্ষে এক ম্যাচ খেলবে।
বাংলাদেশের সামনে টানা তিন দিন তিন হেভিওয়েট দলের সঙ্গে লড়াই করার চ্যালেঞ্জ।
বাংলাদেশের সুপার ফোর সূচি:
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা — দুবাই
২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম ভারত — দুবাই
২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম পাকিস্তান — দুবাই
সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে।
এবার দেখার বিষয়, গ্রুপ পর্বের ধাক্কা সামলে লিটন ও মোস্তাফিজরা সুপার ফোরে কতদূর এগোতে পারেন।
































