সুপার ওভারে জয়ে সিরিজে সমতায় ফিরলো ও. ইন্ডিজ
- সর্বশেষ আপডেট ০৯:৫০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 143
সুপার ওভারে নাটকীয় জয় তুলে নিয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় সুপার ওভারে, যেখানে ২ রানের জয়ে হাসি ফোটে ক্যারিবীয় শিবিরে।
দ্বিতীয় ইনিংসের মাঝামাঝি পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। মনে হচ্ছিল, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেবে স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তের রোমাঞ্চে সবকিছু পাল্টে যায়।
সুপার ওভারে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ এক উইকেট হারিয়ে তোলে ১০ রান। জবাবে বাংলাদেশও এক উইকেট হারিয়ে করতে পারে ৯ রান। ফলে ১ রানের উত্তেজনাপূর্ণ জয় নিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় ক্যারিবীয়রা।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ধীরগতির কালো মাটির পিচে রান তুলতে ভুগতে হয় ব্যাটারদের। ওপেনার সৌম্য সরকার সর্বোচ্চ ৪৫ রান করেন, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ যোগ করেন ৩২। ইনিংসের শেষ দিকে রিশাদ হোসেনের ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে ৭ উইকেটে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২১৩। রিশাদের ইনিংসে ছিল তিনটি ছক্কা ও তিনটি চার।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে গুঁড়াকেশ মোতি নেন ৩ উইকেট, আকিল হোসেন ও অ্যালিক আথানেজ পান দুটি করে উইকেট।
২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণে চলে যায় ক্যারিবীয়রা। শেষ ওভারে তাদের দরকার ছিল মাত্র ৫ রান। কিন্তু বাংলাদেশের সাইফ উদ্দিন অসাধারণ বোলিংয়ে প্রথম পাঁচ বলেই দেন মাত্র ২ রান। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান।
সাইফের শেষ বলটি উঁচু করে মারেন খারি পিয়েরি। উইকেটকিপার নুরুল হাসান দৌঁড়ে এসে ক্যাচ ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। সেই সুযোগে ব্যাটাররা দুই রান নিয়ে ম্যাচ টাই করে ফেলেন। এরপরই ম্যাচ গড়ায় সুপার ওভারে।
ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে সাই হোপ ৫৩ রানে অপরাজিত থেকে দলের ভরসা হয়ে থাকেন। এছাড়া আথানেজ ২৮, ক্যাচি কার্থি ৩৫ ও জাস্টিন গ্রিভস ২৬ রান যোগ করেন।
বাংলাদেশের পক্ষে দুর্দান্ত পারফর্ম করেন অলরাউন্ডার রিশাদ হোসেন। ব্যাট হাতে যেমন ঝড় তোলেন, তেমনি বল হাতে ১০ ওভারে ৪২ রান খরচায় নেন ৩ উইকেট। নাসুম আহমেদ ও তানভীর ইসলামও পান দুটি করে উইকেট।
প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল ৭৪ রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে সুপার ওভারের রোমাঞ্চে জয় তুলে সমতায় ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ এখন অঘোষিত ফাইনালে রূপ নিয়েছে—যে দল জিতবে, সিরিজ হবে তাদের দখলে।
































