সুন্দরবন থেকে হরিণ শিকারের বিপুল ফাঁদ জব্দ
- সর্বশেষ আপডেট ০৬:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- / 98
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মরাপশুর টহল ফাঁড়ির তালতলা সংলগ্ন গহিন বন থেকে চারশ ফুট দীর্ঘ হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে বন বিভাগ। তবে এ সময় কোনো শিকারিকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে শরণখোলা স্মার্ট পেট্রল টিম–২ এর টিম লিডার দ্বীলিপ মজুমদারের নেতৃত্বে বন বিভাগের একটি অভিযানিক দল পায়ে হেঁটে টহল দেওয়ার সময় এসব ফাঁদ জব্দ করে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী জানান, নিষিদ্ধ সময়ে হরিণ শিকারিরা বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে গহিন বনে প্রবেশ করে ফাঁদ বসাচ্ছে। শিকারিদের এসব দৌরাত্ম্য বন্ধে বন বিভাগ নিয়মিত পায়ে হেঁটে টহল দিচ্ছে। তারই অংশ হিসেবে আজ টহল দেওয়ার সময় ওই ফাঁদগুলো জব্দ করা হয়।
তিনি আরও বলেন, যেহেতু শিকারিরা ফাঁদ বসিয়ে স্থান ত্যাগ করে, তাই ফাঁদ জব্দের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর প্রজনন নিশ্চিত করতে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত, অর্থাৎ তিন মাস, সুন্দরবনে সব ধরনের মাছ ধরা, পর্যটন ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বন বিভাগ।


































