সুন্দরবনে দস্যু দমনে অভিযান শুরু
- সর্বশেষ আপডেট ০৩:৩৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 141
সুন্দরবনে সম্প্রতি বেড়ে ওঠা বনদস্যু ও জলদস্যু কার্যক্রম দমনে বিশেষ অভিযান শুরু করেছে বন বিভাগ। শনিবার (২২ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে নৌকা, ট্রলার ও লঞ্চে তল্লাশি চালিয়ে সম্ভাব্য দস্যু কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছে। উদ্দেশ্য—সুন্দরবন ও আশপাশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দস্যুতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বনজীবী, জেলে, বাওয়ালি এবং বনের বন্যপ্রাণীকে সুরক্ষায় এই অভিযান পরিচালিত হচ্ছে। তিনি জানান, সাম্প্রতিক সময় সুন্দরবনে দস্যুতার ঘটনা বাড়ায় কঠোর নজরদারি ও বিশেষ টহল বাড়ানো হয়েছে।
বন বিভাগ ও স্থানীয় বাসিন্দাদের মতে, ২০২৪ সালের আগস্টের পর থেকে দস্যুতার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বনজীবীদের জিম্মি করে মুক্তিপণ আদায়, মাছ ধরার নৌকা থেকে চাঁদা দাবি—এসব ঘটনায় সুন্দরবন সংলগ্ন মানুষ ক্রমশ নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। উপকূলের মানুষ চান—আবার ফিরে আসুক দস্যুমুক্ত সুন্দরবন।
কাছিকাটা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শাহীন জানান, বনের নিরাপত্তায় বন বিভাগ নিরলসভাবে কাজ করছে। জেলে, বাওয়ালি ও বনজীবীদের সুরক্ষায় জঙ্গলের গভীরে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করছে। প্রয়োজনে যৌথ বাহিনীও নামানো হবে। সন্দেহজনক যেকোনো ব্যক্তি বা নৌযানকে তল্লাশির আওতায় আনা হচ্ছে।
তিনি আরও বলেন, অনেক সময় জেলেদের নৌকায় বনদস্যুদের খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী আনা–নেওয়া হয়। তাই কারও বিরুদ্ধে দস্যুদের সঙ্গে যোগাযোগের সন্দেহ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে জেলেদের পাস–পারমিট সঠিক আছে কিনা তাও কঠোরভাবে যাচাই করা হচ্ছে।




































