ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৪:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 113

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ওসি তদন্ত মো. জয়নাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের সদস্য কামরুল ও আব্দুল মতিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। গত ১২ আগস্ট তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটেছিল, যা পরে সমঝোতায় মীমাংসা হয়। তবে শুক্রবার দুপুরে আবারও দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

এ সময় কামরুল গ্রুপের সেজাউল ইসলাম গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

সর্বশেষ আপডেট ০৪:২৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

জামালগঞ্জ থানার ওসি তদন্ত মো. জয়নাল হোসেন জানান, দীর্ঘদিন ধরে ইউনিয়নের সদস্য কামরুল ও আব্দুল মতিনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। গত ১২ আগস্ট তাদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটেছিল, যা পরে সমঝোতায় মীমাংসা হয়। তবে শুক্রবার দুপুরে আবারও দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়।

এ সময় কামরুল গ্রুপের সেজাউল ইসলাম গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহতদের জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর কয়েকজনকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।