ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুইডেনকে নির্বাচনী প্রস্তুতি জানিয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৮:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • / 25

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, নিরাপত্তা পরিস্থিতি এবং ভুল ও অপতথ্য মোকাবিলার পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত জানতে চেয়েছে সুইডেন। এ নিয়ে ঢাকায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে দেশটির কূটনৈতিক প্রতিনিধিদল।

মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এবং প্রথম সচিব পাওলা ক্যাস্ট্রো নিডারস্টাম।

বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, সুইডেনের প্রতিনিধিরা নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। তারা নির্বাচনের পদ্ধতি, রাজনৈতিক দল নিবন্ধনের পর মনোনয়ন প্রক্রিয়া এবং আপিল প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করেন।

ইসি সচিব বলেন, নির্বাচনকে ঘিরে ভুল তথ্য ও অপতথ্য কীভাবে মোকাবিলা করা হচ্ছে, সেটিও জানতে চেয়েছে সুইডেন। পাশাপাশি নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ আছে কি না, নিরাপত্তা পরিকল্পনা কীভাবে সাজানো হয়েছে এবং এখন পর্যন্ত পরিস্থিতির মূল্যায়ন সম্পর্কেও আলোচনা হয়।

আখতার আহমেদ জানান, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এ পর্যন্ত নির্বাচনকে ঘিরে বড় কোনো নিরাপত্তা উদ্বেগ নেই। বিদ্যমান নিরাপত্তা পরিকল্পনার বিষয়েও সুইডেনের প্রতিনিধিদের অবহিত করা হয়েছে।

ইসি সচিব আরও বলেন, আলোচনায় সুইডেন সন্তোষ প্রকাশ করেছে এবং নির্বাচন সংক্রান্ত কোনো সহযোগিতা প্রয়োজন হলে তারা তাদের সাধ্যমতো সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে।

ভুল ও অপতথ্য প্রতিরোধে গঠিত সেলের কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন, সেলটি কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সেলের তত্ত্বাবধানে যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

এদিকে, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী ২৫ জানুয়ারি বিস্তারিত ব্রিফিং করা হবে বলেও জানান ইসি সচিব।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুইডেনকে নির্বাচনী প্রস্তুতি জানিয়েছে ইসি

সর্বশেষ আপডেট ০৮:২৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তুতি, নিরাপত্তা পরিস্থিতি এবং ভুল ও অপতথ্য মোকাবিলার পরিকল্পনা সম্পর্কে বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত জানতে চেয়েছে সুইডেন। এ নিয়ে ঢাকায় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে দেশটির কূটনৈতিক প্রতিনিধিদল।

মঙ্গলবার (২০ জানুয়ারী) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস এবং প্রথম সচিব পাওলা ক্যাস্ট্রো নিডারস্টাম।

বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, সুইডেনের প্রতিনিধিরা নির্বাচন নিয়ে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। তারা নির্বাচনের পদ্ধতি, রাজনৈতিক দল নিবন্ধনের পর মনোনয়ন প্রক্রিয়া এবং আপিল প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করেন।

ইসি সচিব বলেন, নির্বাচনকে ঘিরে ভুল তথ্য ও অপতথ্য কীভাবে মোকাবিলা করা হচ্ছে, সেটিও জানতে চেয়েছে সুইডেন। পাশাপাশি নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ আছে কি না, নিরাপত্তা পরিকল্পনা কীভাবে সাজানো হয়েছে এবং এখন পর্যন্ত পরিস্থিতির মূল্যায়ন সম্পর্কেও আলোচনা হয়।

আখতার আহমেদ জানান, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এ পর্যন্ত নির্বাচনকে ঘিরে বড় কোনো নিরাপত্তা উদ্বেগ নেই। বিদ্যমান নিরাপত্তা পরিকল্পনার বিষয়েও সুইডেনের প্রতিনিধিদের অবহিত করা হয়েছে।

ইসি সচিব আরও বলেন, আলোচনায় সুইডেন সন্তোষ প্রকাশ করেছে এবং নির্বাচন সংক্রান্ত কোনো সহযোগিতা প্রয়োজন হলে তারা তাদের সাধ্যমতো সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে।

ভুল ও অপতথ্য প্রতিরোধে গঠিত সেলের কার্যক্রম নিয়ে প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন, সেলটি কাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সেলের তত্ত্বাবধানে যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

এদিকে, নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী ২৫ জানুয়ারি বিস্তারিত ব্রিফিং করা হবে বলেও জানান ইসি সচিব।