ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সুইজারল্যান্ডে নববর্ষ উদ্‌যাপনে প্রাণ গেল অন্তত ৪০ জনের

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
  • / 91

সুইজারল্যান্ড

সুইজারল্যান্ডের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পর্যটন এলাকা ক্রানস-মন্টানায় নববর্ষ উদ্‌যাপনের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে একটি স্কি রিসোর্টসংলগ্ন পানশালায় এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ করেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুন লাগার সময় বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সরকার প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই দেখছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, নববর্ষ উপলক্ষে পানশালার ভেতরে মোমবাতি বা আতশবাজি ব্যবহারের সময় আগুনের সূত্রপাত হতে পারে। কেউ কেউ দাবি করেন, আতশবাজির আগুন ছাদে লেগে মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পরপরই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আহতদের দ্রুত উদ্ধারে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী হেলিকপ্টার। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে ফরেনসিক পরীক্ষা চলছে।

এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের ফেডারেল প্রেসিডেন্ট গাই পারমেলিন। তিনি বলেন, নববর্ষের আনন্দ মুহূর্তের মধ্যে ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। ইতালি ও জার্মানিসহ ইউরোপের একাধিক দেশ এই ঘটনায় সমবেদনা জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী হামলার আলামত পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সুইজারল্যান্ডে নববর্ষ উদ্‌যাপনে প্রাণ গেল অন্তত ৪০ জনের

সর্বশেষ আপডেট ১১:৪৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

সুইজারল্যান্ডের দক্ষিণ–পশ্চিমাঞ্চলের জনপ্রিয় পর্যটন এলাকা ক্রানস-মন্টানায় নববর্ষ উদ্‌যাপনের সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

বুধবার (৩১ ডিসেম্বর) গভীর রাতে একটি স্কি রিসোর্টসংলগ্ন পানশালায় এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ করেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুন লাগার সময় বিস্ফোরণের মতো শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সরকার প্রাথমিকভাবে ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবেই দেখছে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, নববর্ষ উপলক্ষে পানশালার ভেতরে মোমবাতি বা আতশবাজি ব্যবহারের সময় আগুনের সূত্রপাত হতে পারে। কেউ কেউ দাবি করেন, আতশবাজির আগুন ছাদে লেগে মুহূর্তের মধ্যেই পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের পরপরই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। আহতদের দ্রুত উদ্ধারে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী হেলিকপ্টার। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে ফরেনসিক পরীক্ষা চলছে।

এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সুইজারল্যান্ডের ফেডারেল প্রেসিডেন্ট গাই পারমেলিন। তিনি বলেন, নববর্ষের আনন্দ মুহূর্তের মধ্যে ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। ইতালি ও জার্মানিসহ ইউরোপের একাধিক দেশ এই ঘটনায় সমবেদনা জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী হামলার আলামত পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত অব্যাহত রয়েছে।