সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস
- সর্বশেষ আপডেট ১০:৫০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- / 65
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির কারণে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর সায়েদাবাদ থেকে সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস। আতঙ্কে অনেক বাস মালিক সড়কে বাস নামানো বন্ধ রেখেছেন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
পরিবহন মালিক ও শ্রমিকরা জানিয়েছেন, বিভিন্ন জায়গায় বাসে আগুন দেওয়া হচ্ছে। এত টাকার গাড়ি রাস্তায় নামালে যদি আগুন দিয়ে পুড়িয়ে দেয়, ছোট ছোট মালিকরা নিঃস্ব হয়ে যাবে। এছাড়া গাড়িতে যাত্রী থাকলে ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে। এসব কথা চিন্তা করে অনেকেই সকাল থেকে গাড়ি চালাচ্ছেন না। বেলা বাড়লে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে বাস চলাচল বন্ধ রাখার বিষয়ে পরিবহন মালিক বা শ্রমিক সংগঠনগুলোর দিক থেকে কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন নেতারা।
সায়েদাবাদের পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রিন লাইন, সাকুরা, সেন্টমার্টিনসহ এ ধরনের বড় কোম্পানির কিছু বাস চলাচল করছে। ঢাকার ভেতর বিভিন্ন রুটের লোকাল বাস চলাচলও অনেকটাই সীমিত।
কিংস পরিবহনের টিকিট বিক্রেতা আব্দুল কাদের বলেন, ‘ভয়ে মালিকরা বাস চলাচল বন্ধ রেখেছেন। আমাদের কোনো বাস চলাচল করছে না।’
































