চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি’র হুঁশিয়ারি
সীমান্তে চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে পুলিশ
- সর্বশেষ আপডেট ০৯:১৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- / 367
কক্সবাজারের টেকনাফ সীমান্তে যানবাহন ও জেটিঘাট থেকে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে পুলিশ খুব শিগগিরই অভিযান চালাবে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ। এ কাজে স্থানীয় চাঁদাবাজদের বিরুদ্ধে সাধারণ জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান করেন তিনি। মঙ্গলবার বিকেলে টেকনাফ মডেল থানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার, কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ জসিম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার এবং ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
ডিআইজি মোঃ আহসান হাবীব পলাশ বলেন, ‘সীমান্ত এলাকায় মাদকের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ফলে মাদক রোধে সরকার একটি বড় পরিকল্পনা গ্রহণ করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ নিয়ে কাজ করছে। এই এলাকার একটি বড় জনগোষ্ঠী মাদকের সঙ্গে সংশ্লিষ্ট; তারা এটিকে জীবিকা হিসেবে নিয়েছে। কিন্তু মাদক কোনোভাবেই জীবিকা হতে পারে না। যাদের বিরুদ্ধে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিলবে, তারা যেকোনো পর্যায়েরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি পুলিশের কোনো সদস্য যদি অপরাধে জড়িয়ে পড়ে, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর টেকনাফে যারা চাঁদাবাজিতে জড়িয়েছে, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশনে যাবে। কোনো চাঁদাবাজ ছাড় পাবে না। তবে জনগণের যেই প্রত্যাশা, সেটি পূরণে আমাদের সক্ষমতা সীমিত—সেটিও মনে রাখতে হবে। তবুও পুলিশের পক্ষ থেকে কোনো কমতি থাকবে না।’
তিনি আরও বলেন, ‘পাহাড়ে অপহরণকারী ও অস্ত্রধারীদের ধরা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সেখানে যৌথ অভিযান চালানো হবে। এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র এবং সীমান্তে অবৈধ অস্ত্রধারীদের ধরতে টেকনাফসহ সারা দেশে অভিযান চলবে। ইতোমধ্যে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে পুলিশের অস্ত্রও পাওয়া গেছে। সবার সহযোগিতায় সীমান্তকে অপরাধমুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে।’
পরিদর্শনকালে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর পক্ষ থেকে ২৫ জন পথশিশুর মাঝে শিক্ষা উপকরণ ও বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণও করেন তিনি।
































