সীমান্তে আটক ভারতীয় গরুটির দাম ১ লাখ ২০ হাজার!
- সর্বশেষ আপডেট ০৭:৩৫:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
- / 392
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় একটি গরুসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ৩৩ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবি সূত্র জানায়, শনিবার (৩১ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালানো অভিযানে প্রায় ৪ লাখ ৬৬ হাজার টাকার মালামাল আটক করা হয়।
বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাতক্ষীরা সদর উপজেলার কুশখালির শ্মশানঘাট এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, চারাবাড়ি থেকে ৩০ হাজার টাকার শাড়ি, কাকডাঙ্গা সীমান্তে ১ লাখ ৪১ হাজার টাকার শাড়ি, ভাদিয়ালী ও সুলতানপুর সীমান্ত থেকে ৭০ হাজার টাকার ওষুধ এবং কাদপুর আমবাগান থেকে ৩৫ হাজার টাকার শাড়ি জব্দ করা হয়।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে হিজলদী সীমান্তের বড়ালী আমবাগানে জব্দ হওয়া একটি ভারতীয় গরু, যার বাজারমূল্য বিজিবির ভাষ্য অনুযায়ী ১ লাখ ২০ হাজার টাকা।
এ নিয়ে স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে গরুর দামের বাস্তবতা নিয়ে। স্থানীয় গরু ব্যবসায়ী জনি ইসলাম বলেন, “জব্দ হওয়া গরুটি বড়জোর ৪০-৫০ হাজার টাকায় বিক্রি হতে পারে। এক লাখ ২০ হাজার টাকা বলা হচ্ছে কীভাবে, তা বোধগম্য নয়।”
এ বিষয়ে ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, “উদ্ধারকৃত সব চোরাচালানি পণ্য কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিল।”
































