সীতার চরিত্রে বড় পর্দায় ফিরছেন সাই পল্লবী
- সর্বশেষ আপডেট ১০:৪৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
- / 250
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন। কিন্তু এবার ব্যতিক্রম ঘটিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করলেন তার জীবনের কিছু প্রাণবন্ত মুহূর্ত। ১৬টি ছবি পোস্ট করে তিনি দেখালেন জীবনের নানা রঙ সেলফি, রোদে ভেজা মুখ, সূর্যাস্তের পেছনে দৌড়ানো কিংবা ঐতিহ্যবাহী পোশাকে অনন্য ফ্যাশন স্টেটমেন্ট। ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার মাথার এলোমেলো ভাবনার মতোই এলোমেলো কিছু মুহূর্ত।’ এই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়।
এদিকে, বড় পর্দায়ও সাই পল্লবী ফিরছেন এক বড় ভূমিকায়। পরিচালক নিখিল তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে তিনি অভিনয় করছেন সীতার চরিত্রে, রামের ভূমিকায় আছেন রণবীর কাপুর। যদিও এখনও সাইয়ের ফার্স্ট লুক প্রকাশ হয়নি, তবু ভক্তদের আগ্রহ তুঙ্গে। ভারতীয় গণমাধ্যম জানায়, এই ছবির জন্য তিনি পাচ্ছেন প্রায় ৬ কোটি রুপি পারিশ্রমিক।
সর্বশেষ তাকে দেখা গেছে ‘আমরন’ সিনেমায়, যেখানে শহীদ মেজর মুকুন্দ বরদরাজনের স্ত্রী রেবেকা ইন্দু ভার্গিজের চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। পাশাপাশি বলিউডেও পা রাখছেন সাই পল্লবী। আমির খানের ছেলে জুনায়েদ খানের বিপরীতে তিনি অভিনয় করছেন ‘এক দিন’ ছবিতে, যেটি মুক্তি পাবে চলতি বছরের নভেম্বরে।
এইসব অর্জন এবং তার স্বাভাবিক, নির্মল সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা আবারও বলছেন, সাই পল্লবী মানেই এক অনন্য অনুভব।































