ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ‌‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবদেক, সিলেট
  • সর্বশেষ আপডেট ১০:৩৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 109

সিলেটে ‌‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত। ছবি: সংগৃহীত

সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে সিলেটের মোগলাবাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের মোগলাবাজার রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় এর ইঞ্জিনসহ অন্তত চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি কামরা উল্টে যায়। এসময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। বেশ কয়েকজন আহতকে উদ্ধার করা হয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিলেটে ‌‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ আপডেট ১০:৩৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে সিলেটের মোগলাবাজারে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী।

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের মোগলাবাজার রেলওয়ে স্টেশন এলাকা অতিক্রম করার সময় এর ইঞ্জিনসহ অন্তত চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি কামরা উল্টে যায়। এসময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। বেশ কয়েকজন আহতকে উদ্ধার করা হয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় লাইনচ্যুত হয়। আপাতত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।