ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ার গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
  • সর্বশেষ আপডেট ০৯:২২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • / 148

সিরিয়ার গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ২৫

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গির্জায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। রোববার প্রার্থনার সময় দুইলা এলাকার মার এলিয়াস চার্চে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এক ব্যক্তি প্রথমে চার্চে প্রবেশ করে গুলিবর্ষণ করে এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক দিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও, সিরীয় কর্তৃপক্ষ ধারণা করছে, হামলাকারী আইএসআইএস  সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হতাহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরিয়া সিভিল ডিফেন্সের মতে, ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনো চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বহু বছরের মধ্যে এটি সিরিয়ায় বড় ধরনের একটি গির্জা হামলা। দেশটিতে চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এ হামলা আবারও মনে করিয়ে দিল যে, আইএস-এর ঘুমিয়ে থাকা সেল এখনো সক্রিয় রয়েছে এবং সুযোগ পেলেই তারা হামলা চালাতে সক্ষম।

উল্লেখ্য, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর গত বছর সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশটি গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে পুনর্গঠনের পথে হাঁটছে। এরই মধ্যে এমন হামলা সরকার ও নিরাপত্তা বাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিরিয়ার গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ২৫

সর্বশেষ আপডেট ০৯:২২:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

সিরিয়ার রাজধানী দামেস্কে একটি গির্জায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। রোববার প্রার্থনার সময় দুইলা এলাকার মার এলিয়াস চার্চে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এক ব্যক্তি প্রথমে চার্চে প্রবেশ করে গুলিবর্ষণ করে এবং পরে নিজের শরীরে বাঁধা বিস্ফোরক দিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। হতাহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার না করলেও, সিরীয় কর্তৃপক্ষ ধারণা করছে, হামলাকারী আইএসআইএস  সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য।

সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হতাহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরিয়া সিভিল ডিফেন্সের মতে, ঘটনাস্থলে উদ্ধারকাজ এখনো চলছে। ধ্বংসস্তূপের নিচে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, বহু বছরের মধ্যে এটি সিরিয়ায় বড় ধরনের একটি গির্জা হামলা। দেশটিতে চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এ হামলা আবারও মনে করিয়ে দিল যে, আইএস-এর ঘুমিয়ে থাকা সেল এখনো সক্রিয় রয়েছে এবং সুযোগ পেলেই তারা হামলা চালাতে সক্ষম।

উল্লেখ্য, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর গত বছর সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেশটি গৃহযুদ্ধ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে পুনর্গঠনের পথে হাঁটছে। এরই মধ্যে এমন হামলা সরকার ও নিরাপত্তা বাহিনীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।