সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে মর্টার হামলা
- সর্বশেষ আপডেট ০৮:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 127
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা হয়েছে। সোমবার (২৩ জুন) এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই ঘাঁটিটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
একাধিক সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ঘাঁটির প্রধান প্রবেশপথে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
বিশ্লেষকরা ধারণা করছেন, এই হামলার পেছনে ইরানঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা থাকতে পারে। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছিল। এর প্রতিক্রিয়ায় তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো এখন থেকে তাদের বৈধ টার্গেট।
বর্তমানে মধ্যপ্রাচ্যে—বিশেষ করে সৌদি আরব, কাতার, কুয়েতসহ বহু দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এসব ঘাঁটি নতুন করে ঝুঁকির মুখে পড়ছে।
গত বছর কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বিশ্বের ৫১টি দেশে অন্তত ১২৮টি সামরিক ঘাঁটি পরিচালনা করে। এসব ঘাঁটিতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
উল্লেখযোগ্য বিষয়: এই হামলা এমন সময়ে হলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার টানাপোড়েন তীব্র আকার ধারণ করেছে। ফলে সিরিয়া ও আশপাশের অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: মেহের নিউজ



































