ঢাকা ০১:০৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিজ জিতেও হোয়াইটওয়াশের স্বপ্ন ভাঙলো টাইগারদের

ক্রীড়া প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৯:৫৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 298

সিরিজ জিতেও হোয়াইটওয়াশের স্বপ্ন ভাঙলো টাইগারদের

শেষ ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি ঘটলো বাংলাদেশের। আগের দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেওয়া টাইগাররা তৃতীয় ম্যাচে মাত্র ১০৪ রানে গুটিয়ে গিয়ে হার মানে ৭৪ রানে। যদিও সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই, কিন্তু হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া হলো লিটন দাসদের

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাকিস্তান তাদের ব্যাটিং ইনিংসে শুরু থেকেই আগ্রাসী ছিল। ওপেনিংয়ে নেমে শাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব মিলে মাত্র ৮ ওভারে গড়েন ৮২ রানের জুটি। ফখর জামানের পরিবর্তে দলে আসা ফারহান মারমুখী ব্যাটিংয়ে মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৪১ বলে ৬৩ রান করে আউট হন। এই ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি বিশাল ছক্কা।

সাইম আইয়ুব করেন ১৫ বলে ২১ রান। দুই ওপেনারকে ফিরিয়ে দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি ৪ ওভারে মাত্র ২২ রানে নেন ২ উইকেট। এরপর হারিস, নেওয়াজ ও তালাত তেমন কিছু করতে না পারলেও শেষদিকে মোহাম্মদ নওয়াজ (১৫ বলে ২৭) ও অধিনায়ক সালমান আগা (৯ বলে ১২) দলের স্কোর ১৭৮/৭ পর্যন্ত নিয়ে যান।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ছিলেন সফলতম ৪ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নেন। শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন একটি করে উইকেট শিকার করেন।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ওপেনার নাঈম শেখ মাত্র ১ রানে আউট হন। এরপর শান্ত (৮), লিটন (১২), মুশফিক (১৫), রিয়াদ (১০) কেউই ইনিংস গুছিয়ে নিতে পারেননি।

শুধুমাত্র মেহেদী হাসান মিরাজ খানিকটা লড়াই করেন ১৮ বলে ২২ রান করে। পাকিস্তানের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬.২ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ছিলেন বিধ্বংসী ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন। ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি ও শাদাব খান প্রত্যেকেই ছিলেন কার্যকর।

শেষ ম্যাচে পরাজয়ের ফলে হোয়াইটওয়াশ করা না গেলেও, প্রথম দুই ম্যাচের দাপুটে জয় সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগারদের পক্ষে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিরিজ জিতেও হোয়াইটওয়াশের স্বপ্ন ভাঙলো টাইগারদের

সর্বশেষ আপডেট ০৯:৫৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

শেষ ম্যাচে চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্য দিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সমাপ্তি ঘটলো বাংলাদেশের। আগের দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নেওয়া টাইগাররা তৃতীয় ম্যাচে মাত্র ১০৪ রানে গুটিয়ে গিয়ে হার মানে ৭৪ রানে। যদিও সিরিজ জয় নিশ্চিত হয়েছিল আগেই, কিন্তু হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া হলো লিটন দাসদের

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাকিস্তান তাদের ব্যাটিং ইনিংসে শুরু থেকেই আগ্রাসী ছিল। ওপেনিংয়ে নেমে শাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব মিলে মাত্র ৮ ওভারে গড়েন ৮২ রানের জুটি। ফখর জামানের পরিবর্তে দলে আসা ফারহান মারমুখী ব্যাটিংয়ে মাত্র ২৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৪১ বলে ৬৩ রান করে আউট হন। এই ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি বিশাল ছক্কা।

সাইম আইয়ুব করেন ১৫ বলে ২১ রান। দুই ওপেনারকে ফিরিয়ে দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ, যিনি ৪ ওভারে মাত্র ২২ রানে নেন ২ উইকেট। এরপর হারিস, নেওয়াজ ও তালাত তেমন কিছু করতে না পারলেও শেষদিকে মোহাম্মদ নওয়াজ (১৫ বলে ২৭) ও অধিনায়ক সালমান আগা (৯ বলে ১২) দলের স্কোর ১৭৮/৭ পর্যন্ত নিয়ে যান।

বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ছিলেন সফলতম ৪ ওভারে ৩৮ রানে ৩ উইকেট নেন। শরিফুল ইসলাম ও সাইফউদ্দিন একটি করে উইকেট শিকার করেন।

১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ওপেনার নাঈম শেখ মাত্র ১ রানে আউট হন। এরপর শান্ত (৮), লিটন (১২), মুশফিক (১৫), রিয়াদ (১০) কেউই ইনিংস গুছিয়ে নিতে পারেননি।

শুধুমাত্র মেহেদী হাসান মিরাজ খানিকটা লড়াই করেন ১৮ বলে ২২ রান করে। পাকিস্তানের পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬.২ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ছিলেন বিধ্বংসী ৩ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন। ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি ও শাদাব খান প্রত্যেকেই ছিলেন কার্যকর।

শেষ ম্যাচে পরাজয়ের ফলে হোয়াইটওয়াশ করা না গেলেও, প্রথম দুই ম্যাচের দাপুটে জয় সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগারদের পক্ষে।