সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১১৮ রান
- সর্বশেষ আপডেট ০৩:৪৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 69
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় টি–টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে মাত্র ১১৭ রানে অলআউট করেছে বাংলাদেশ। শেষ ওভারের পঞ্চম বলে বেন হোয়াইটকে আউট করে ইনিংস শেষ করেন মোহাম্মদ সাইফউদ্দিন। তাই সিরিজ জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য মাত্র ১১৮ রান।
বাংলাদেশের বোলিং আক্রমণ আজ ছিল দারুণ আগ্রাসী। মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন তিনটি করে উইকেট নিয়েছেন। শরিফুল ইসলাম পেয়েছেন দুই উইকেট। আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেন অধিনায়ক পল স্টার্লিং, ৩৮ রান।
ইনিংসের শুরুতেই শরিফুল ইসলামের চাপে পড়েছিল আয়ারল্যান্ড। টিম টেক্টর ১৭ রান করে বোল্ড হলে ভাঙে তাদের উদ্বোধনী জুটি। পরে হ্যারি টেক্টরকে ৫ রানে ফিরিয়ে আঘাত হানেন মুস্তাফিজ। সপ্তম ওভারে রিভিউ নিয়ে লর্কান টাকারকে আউট করান মেহেদী হাসান মিরাজ।
এরপর রিশাদ বোলিংয়ে এসে আয়ারল্যান্ডকে আরও চাপে ফেলেন। তিনি পল স্টার্লিংকে ফেরান ৩৮ রানে এবং ক্যাম্ফারকে ফেরান ৯ রানে। নিজের শেষ ওভারে তিনি গ্যারেথ ডেলানিকেও আউট করেন। শেষদিকে মুস্তাফিজ অ্যাডায়ার ও হামফ্রিসকে ফেরালে দ্রুতই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। জর্জ ডকরেলও ১৯ রানে তানজিদের হাতে ক্যাচ দিয়ে ফিরেন।
সিরিজে ১-১ সমতায় থাকায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের এই ম্যাচটিই এখন সিরিজের ভাগ্য নির্ধারণ করবে। আজকের ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও শামীম হোসেন।


































