ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  • সর্বশেষ আপডেট ১২:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / 64

সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে শাহাদত হোসেন (৩৫) নামে এক সন্দেহভাজন আসামির মৃত্যু হয়েছে। নিহতের ভাই ইসমাইল ও জহুরুল অভিযোগ করেছেন, গ্রেফতারের পর থেকেই ডিবির ওসি সিদ্দিকুর রহমান ও নাজমুল হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য পাঁচ লাখ টাকা দাবি করছিলেন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে গুরুতর অবস্থায় শাহাদতকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ- আটকের পর ডিবি পাঁচ লাখ টাকা দাবি করে; টাকা না দেওয়ায় তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়, যার ফলেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের সিনিয়র নার্স এমি খানম বলেন, ডিবি পুলিশ শারীরিক নির্যাতনের রোগী হিসেবে তাকে আমাদের কাছে ভর্তি করে। চিকিৎসা শুরু করার পরপরই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, আজ সকালেই তাকে আটক করা হয়। দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তিনি মারা যান। শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এদিকে এই ঘটনায় সাইদুল মানের আরেক সন্দেহভাজন আসামীকে আটক করে ডিবি পুলিশ। তার পরিবারের অভিযোগ এঘটনার সাথে সাইদুলের কেন সম্পর্ক নেই অথচ তাকে আটক করছে পুলিশ। আর আটকের পর থেকেই এক লক্ষ টাকা দাবী করে আসছে পুলিশ। দুপুর পর থেকে আমার ভাই কোথায় আছে আমরা তার জানি না। ডিবি কার্যালয়ে কাউকে পাওয়া যাচ্ছে না।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু

সর্বশেষ আপডেট ১২:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে শাহাদত হোসেন (৩৫) নামে এক সন্দেহভাজন আসামির মৃত্যু হয়েছে। নিহতের ভাই ইসমাইল ও জহুরুল অভিযোগ করেছেন, গ্রেফতারের পর থেকেই ডিবির ওসি সিদ্দিকুর রহমান ও নাজমুল হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য পাঁচ লাখ টাকা দাবি করছিলেন।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে গুরুতর অবস্থায় শাহাদতকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের অভিযোগ- আটকের পর ডিবি পাঁচ লাখ টাকা দাবি করে; টাকা না দেওয়ায় তাকে অমানবিকভাবে নির্যাতন করা হয়, যার ফলেই তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের সিনিয়র নার্স এমি খানম বলেন, ডিবি পুলিশ শারীরিক নির্যাতনের রোগী হিসেবে তাকে আমাদের কাছে ভর্তি করে। চিকিৎসা শুরু করার পরপরই তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান জানান, আজ সকালেই তাকে আটক করা হয়। দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়লে সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তিনি মারা যান। শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

এদিকে এই ঘটনায় সাইদুল মানের আরেক সন্দেহভাজন আসামীকে আটক করে ডিবি পুলিশ। তার পরিবারের অভিযোগ এঘটনার সাথে সাইদুলের কেন সম্পর্ক নেই অথচ তাকে আটক করছে পুলিশ। আর আটকের পর থেকেই এক লক্ষ টাকা দাবী করে আসছে পুলিশ। দুপুর পর থেকে আমার ভাই কোথায় আছে আমরা তার জানি না। ডিবি কার্যালয়ে কাউকে পাওয়া যাচ্ছে না।