ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৩:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 97

সিরাজগঞ্জে জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব আকন্দ।

মামলার নথি অনুযায়ী, গত ২৫ অক্টোবর দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে ড. নাহরিন ইসলাম খান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারিকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। তিনি দাবি করেন, জাহিদুল ইসলাম গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের ‘জামায়াতের হক’ বলেছেন—এমন মন্তব্য করেছিলেন। পরবর্তীতে সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে বিবিসি বাংলার সাক্ষাৎকার বিশ্লেষণে দেখা যায়, জাহিদুল ইসলাম সেখানে বলেছেন—৫ আগস্টের পর আওয়ামী লীগের কর্মীরা নানা হয়রানির শিকার হয়েছেন, কিন্তু জামায়াতের পক্ষ থেকে কেউ এমন কাজ করেনি। তাঁর মতে, আওয়ামী লীগের সাধারণ ভোটারদের একটি অংশ জামায়াতের পক্ষে ভোট দিতে পারে।

অধ্যাপক জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ড. নাহরিনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, যা তাঁর ব্যক্তিগত সম্মান ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তিনি দাবি করেন, এমন কোনো মন্তব্য তিনি কখনোই করেননি এবং ওই বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।

আইনজীবী আবু তালেব আকন্দ জানান, আদালতে ভিডিও ক্লিপসহ প্রয়োজনীয় প্রমাণ দাখিল করা হয়েছে। আদালত প্রাথমিক যাচাই-বাছাই শেষে মামলাটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিবেচনায় নিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিরাজগঞ্জে জাবি শিক্ষিকার বিরুদ্ধে জামায়াত নেতার মামলা

সর্বশেষ আপডেট ০৩:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সহকারী অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব আকন্দ।

মামলার নথি অনুযায়ী, গত ২৫ অক্টোবর দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে ড. নাহরিন ইসলাম খান বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারিকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। তিনি দাবি করেন, জাহিদুল ইসলাম গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতারা পালিয়ে গেলে তাদের স্ত্রীদের ‘জামায়াতের হক’ বলেছেন—এমন মন্তব্য করেছিলেন। পরবর্তীতে সেই ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে বিবিসি বাংলার সাক্ষাৎকার বিশ্লেষণে দেখা যায়, জাহিদুল ইসলাম সেখানে বলেছেন—৫ আগস্টের পর আওয়ামী লীগের কর্মীরা নানা হয়রানির শিকার হয়েছেন, কিন্তু জামায়াতের পক্ষ থেকে কেউ এমন কাজ করেনি। তাঁর মতে, আওয়ামী লীগের সাধারণ ভোটারদের একটি অংশ জামায়াতের পক্ষে ভোট দিতে পারে।

অধ্যাপক জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, ড. নাহরিনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, যা তাঁর ব্যক্তিগত সম্মান ও জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। তিনি দাবি করেন, এমন কোনো মন্তব্য তিনি কখনোই করেননি এবং ওই বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে।

আইনজীবী আবু তালেব আকন্দ জানান, আদালতে ভিডিও ক্লিপসহ প্রয়োজনীয় প্রমাণ দাখিল করা হয়েছে। আদালত প্রাথমিক যাচাই-বাছাই শেষে মামলাটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিবেচনায় নিয়েছেন।