ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
  • সর্বশেষ আপডেট ০৬:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • / 80

মারামারি

সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে সানোয়ার হোসেন সানু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সানু একই ইউনিয়নের আলমপুর বাজার এলাকার বাদুল্লা মিয়ার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ভোররাত তিনটা থেকে পাঁচটার মধ্যে সানোয়ার হোসেন সানু রায়গঞ্জ উপজেলার নিজামগাতি গ্রামের হাসান আলীর বাড়িতে গরু বা অটোরিকশার ব্যাটারি চুরি করার চেষ্টা করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেলে তিনি পালানোর চেষ্টা করেন এবং ফুলজোড় নদীতে ঝাঁপ দেন।

নদী সাঁতরে পার হয়ে চকমোক্তারগাতি এলাকায় উঠলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং ধানক্ষেতে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে রায়গঞ্জ ও সদর থানায় দুটি ডাকাতিসহ মোট তিনটি মামলা রয়েছে। স্বজনরা অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মোখলেছুর রহমান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সিরাজগঞ্জে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

সর্বশেষ আপডেট ০৬:০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনিতে সানোয়ার হোসেন সানু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে বহুলী ইউনিয়নের চকমোক্তারগাতি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সানু একই ইউনিয়নের আলমপুর বাজার এলাকার বাদুল্লা মিয়ার ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, ভোররাত তিনটা থেকে পাঁচটার মধ্যে সানোয়ার হোসেন সানু রায়গঞ্জ উপজেলার নিজামগাতি গ্রামের হাসান আলীর বাড়িতে গরু বা অটোরিকশার ব্যাটারি চুরি করার চেষ্টা করেন। বাড়ির লোকজন বিষয়টি টের পেলে তিনি পালানোর চেষ্টা করেন এবং ফুলজোড় নদীতে ঝাঁপ দেন।

নদী সাঁতরে পার হয়ে চকমোক্তারগাতি এলাকায় উঠলে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং ধানক্ষেতে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সানোয়ার হোসেন সানুর বিরুদ্ধে রায়গঞ্জ ও সদর থানায় দুটি ডাকাতিসহ মোট তিনটি মামলা রয়েছে। স্বজনরা অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি মোখলেছুর রহমান।