সিকিমে পর্যটকবাহী গাড়ি পড়ল ১০০০ ফুট নিচে তিস্তায়, নিখোঁজ ৮
- সর্বশেষ আপডেট ১২:৫৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
- / 245
ভারতের উত্তর সিকিমের চুংথাং-মুনশিথাং সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় পর্যটকবাহী একটি গাড়ি এক হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে যায়। গাড়িটিতে ১০ জন পর্যটক এবং একজন চালক ছিলেন।
পুলিশ জানিয়েছে, চালকসহ মোট ১১ জন যাত্রী নিয়ে গাড়িটি গুরুদুম্বার লেক থেকে নিচে নামছিল। সেই সময় চুংথাংয়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে তিস্তা নদীতে তলিয়ে যায়। ঘটনার পরপরই মঙ্গন থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।
খবর পেয়ে সেনাবাহিনীর বিশেষ দল এবং আইটিবিপি (ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ) সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দু’জনকে গুরুতর আহত অবস্থায় মঙ্গন জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এখনও আটজন নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, সিকিম পুলিশ, দমকল বিভাগ এবং স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন।
তবে দুর্গম এলাকা এবং নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজে জটিলতা তৈরি হয়েছে।
































