সার্ভিসিং করার পরেও ভিশন এসিতে বিস্ফোরণ; দগ্ধ চার
- সর্বশেষ আপডেট ০৭:৫৯:১০ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 154
সার্ভিসিং করার পরেও প্রাণ আরএফএল’র মালিকানাধীন ভিশন এসিতে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অগ্নিদগ্ধ তুহিন হোসেন ও তাঁর স্ত্রী ইভা আক্তার দুই সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ এসি বিস্ফোরিত হয়ে ঘরে আগুন ধরে যায়। এতে দগ্ধরা হন মো. তুহিন হোসেন (৩৮), তাঁর স্ত্রী ইবা আক্তার (৩০) এবং দুই সন্তান তাওহীদ (৭) ও তানভীর (৯)।
দগ্ধদের রাতেই প্রতিবেশী ভাড়াটিয়ারা উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। বর্তমানে চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জানা গেছে, তুহিন হোসেন রাজধানীর মতিঝিলের মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
এ বিষয়ে ভুক্তভোগীর ভাই জানান, এসিটা মধ্যরাতে বোমের মতো বিস্ফোরণ হয়। এরপরে সারাঘরে আগুন ধরে যায়।
তিনি আরও জানান, এসিটি ১৫ দিন আগেও সার্ভিসিং করা হয়েছিল। তারপরেও এই দুর্ঘটনা ঘটায় বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি।
জানা গেছে, বিস্ফোরিত হওয়ার এসিটি দেশের অন্যতম বৃহৎ আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘ভিশন ইলেকট্রনিকস’ এর ‘ভিশন’ ব্রান্ডের এসি।
ভিশন ব্রান্ডের এসি বিস্ফোরিত হয়ে হতাহতের বিষয়ে জানতে চাইলে, প্রাণ আরএফএল গ্রুপের ডেপুটি মার্কেটিং ম্যানেজার মনজুরুল খান জনসংযোগ কর্মকর্তার সাথে যোগাযোগের পরামর্শ দেন।
তবে এ বিষয়ে সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
এদিকে এই ঘটনা ছড়িয়ে পরেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে ভিশন এসি নিয়ে মানুষের বিরুপ মন্তব্য দেখা যায়। অচিরেই বাজার থেকে নিম্নমানের এমন এসি তুলে নেয়ার দাবি ভুক্তভোগি পরিবারের।


































