শিরোনাম
সাময়িকভাবে বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন সেবা
নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০২:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
- / 46
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার বিকেল ৪টা থেকে এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তালিকা চূড়ান্তকরণের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া চলমান থাকায় সংশোধন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা ছাড়া উপায় ছিল না।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে।
ইসি জানিয়েছে, ভোটার তালিকা প্রিন্টের কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এনআইডি সংশোধন কার্যক্রম আবার চালু করা হবে।































