ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আরও একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবদেক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৭:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 182

গ্রেপ্তার বিপ্লব রোজারি। ছবি: প্রতিনিধি

সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় সর্বশেষ পলাতক আসামি বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।

গ্রেপ্তার বিপ্লব রোজারিও (৪০) সাভারের কমলাপুর গোয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা। এর আগে গত ১৮ অক্টোবর মিঠু বিশ্বাস এবং ১৯ অক্টোবর মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করে জেলা ও ডিবি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী সাভারের এক শিশুকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। পথে প্রধান আসামি সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে সোহেলের বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

প্রধান আসামি সোহেল রোজারিও বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন। অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে আরও একজন গ্রেপ্তার

সর্বশেষ আপডেট ০৭:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

সাভারে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সাবেক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় সর্বশেষ পলাতক আসামি বিপ্লব রোজারিওকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২০ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম।

গ্রেপ্তার বিপ্লব রোজারিও (৪০) সাভারের কমলাপুর গোয়ালিয়াপাড়া এলাকার বাসিন্দা। এর আগে গত ১৮ অক্টোবর মিঠু বিশ্বাস এবং ১৯ অক্টোবর মামলার প্রধান আসামি সোহেল রোজারিওকে গ্রেপ্তার করে জেলা ও ডিবি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী সাভারের এক শিশুকে প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফিরছিলেন। পথে প্রধান আসামি সোহেল রোজারিও তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও ভয়ভীতি দেখিয়ে ভুক্তভোগীকে সোহেলের বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

প্রধান আসামি সোহেল রোজারিও বর্তমানে সাত দিনের রিমান্ডে রয়েছেন। অন্য আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার আরও বিস্তারিত তথ্য জানা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ