ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে রাজনৈতিক প্রভাবে জমি দখলের অভিযোগ

রেদোয়ান হাসান, সাভার
  • সর্বশেষ আপডেট ১২:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 343

সাভারে রাজনৈতিক প্রভাবে জমি দখলের অভিযোগ

রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাভারের দামপাড়া এলাকায় এক ব্যক্তির নিজস্ব সম্পত্তি দখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একদল প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পারভেজ সরকার।

অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার পাড়াগাঁও এলাকার নাছির উদ্দিন সরকারের ছেলে পারভেজ সরকার। বর্তমানে তিনি বিরুলিয়ার দামপাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে এলাকায় বসবাস করছেন।

ভুক্তভোগীর দাবি, তিনি দামপাড়া মৌজার আরএস-৫০, বিএস-১১৩০ দাগে মোট ৯০ শতাংশ জমির বৈধ মালিক এবং পৈতৃক সূত্রে দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তির ভোগদখলে রয়েছেন।

কিন্তু সম্প্রতি আশুলিয়া ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও ৮নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিনের অনুসারী শরীফ সরকার ওরফে পাগলা শরীফ (৩৪), আরাফাত সরকার (৪০), আদেল সরকার (৩৪), রুবেল সরকার (৩৩), দিলগনি সরকার (৭৫), দুলাল উদ্দিন সরকার (৬০), ফরিদ উদ্দিন সরকারসহ প্রায় ২০-৩০ জন ভাড়াটে সন্ত্রাসী ও শ্রমিক নিয়ে ওই জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের কাজ শুরু করে।

অভিযুক্তরা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের অনুসারী পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই দখলবাজি, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব, এবং আশুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার রুহুল আমিনের নাম ব্যবহার করে দিলগনি সরকার ও তার ছেলে শরীফ সরকার প্রভাব বিস্তার করে আসছে বলে স্থানীয়দের অভিযোগ।

ভুক্তভোগী পারভেজ সরকারের অভিযোগে বলা হয়, দখলচেষ্টা চলাকালীন অভিযুক্তরা তার ভাড়াটিয়া নার্সারি দোকান ভাঙচুর করে। তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালানো হয়। এ সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয় এবং ভুক্তভোগী পরিবারকে এলাকা ছেড়ে চলে যেতে বলে।

ভুক্তভোগী আরও জানান, শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল ৮টার দিকে একই দল পুনরায় জমিতে এসে অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করে। বাধা দিলে তারা আবারও হামলার চেষ্টা করে এবং তার স্ত্রীকে হুমকি দেয়। বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় থানায় লিখিত অভিযোগ দেন পারভেজ সরকার।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, “জমি-জায়গা সংক্রান্ত অভিযোগ কোর্টের মাধ্যমে করতে হয়। আমরা অভিযোগ পেলে তদন্ত করে দেখি, প্রয়োজনে জমিতে কাজ বন্ধ করে দিতে পারি।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে রাজনৈতিক প্রভাবে জমি দখলের অভিযোগ

সর্বশেষ আপডেট ১২:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাভারের দামপাড়া এলাকায় এক ব্যক্তির নিজস্ব সম্পত্তি দখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একদল প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পারভেজ সরকার।

অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়ার পাড়াগাঁও এলাকার নাছির উদ্দিন সরকারের ছেলে পারভেজ সরকার। বর্তমানে তিনি বিরুলিয়ার দামপাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে এলাকায় বসবাস করছেন।

ভুক্তভোগীর দাবি, তিনি দামপাড়া মৌজার আরএস-৫০, বিএস-১১৩০ দাগে মোট ৯০ শতাংশ জমির বৈধ মালিক এবং পৈতৃক সূত্রে দীর্ঘদিন ধরে উক্ত সম্পত্তির ভোগদখলে রয়েছেন।

কিন্তু সম্প্রতি আশুলিয়া ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ও ৮নং ওয়ার্ডের মেম্বার রুহুল আমিনের অনুসারী শরীফ সরকার ওরফে পাগলা শরীফ (৩৪), আরাফাত সরকার (৪০), আদেল সরকার (৩৪), রুবেল সরকার (৩৩), দিলগনি সরকার (৭৫), দুলাল উদ্দিন সরকার (৬০), ফরিদ উদ্দিন সরকারসহ প্রায় ২০-৩০ জন ভাড়াটে সন্ত্রাসী ও শ্রমিক নিয়ে ওই জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের কাজ শুরু করে।

অভিযুক্তরা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীবের অনুসারী পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরেই দখলবাজি, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে। ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব, এবং আশুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার রুহুল আমিনের নাম ব্যবহার করে দিলগনি সরকার ও তার ছেলে শরীফ সরকার প্রভাব বিস্তার করে আসছে বলে স্থানীয়দের অভিযোগ।

ভুক্তভোগী পারভেজ সরকারের অভিযোগে বলা হয়, দখলচেষ্টা চলাকালীন অভিযুক্তরা তার ভাড়াটিয়া নার্সারি দোকান ভাঙচুর করে। তিনি ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালানো হয়। এ সময় অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয় এবং ভুক্তভোগী পরিবারকে এলাকা ছেড়ে চলে যেতে বলে।

ভুক্তভোগী আরও জানান, শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকাল ৮টার দিকে একই দল পুনরায় জমিতে এসে অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজ শুরু করে। বাধা দিলে তারা আবারও হামলার চেষ্টা করে এবং তার স্ত্রীকে হুমকি দেয়। বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় থানায় লিখিত অভিযোগ দেন পারভেজ সরকার।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল ওহাব বলেন, “জমি-জায়গা সংক্রান্ত অভিযোগ কোর্টের মাধ্যমে করতে হয়। আমরা অভিযোগ পেলে তদন্ত করে দেখি, প্রয়োজনে জমিতে কাজ বন্ধ করে দিতে পারি।”