সাভারে বেগম জিয়ার স্মরণে দোয়া ও শীতবস্র বিতরন
- সর্বশেষ আপডেট ১০:৫৩:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 43
সাভারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাভার পৌরসভার কর্ণপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মহিদুল ইসলাম শাওনের উদ্যোগে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক মেয়র হাজী মোহাম্মদ রিফাত উল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন।
আয়োজকরা জানান, হাড়কাঁপানো শীতে ছিন্নমূল ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এই ক্ষুদ্র প্রয়াস। কর্মসূচির শুরুতে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ-জাতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া শেষে কয়েকশ শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেয়া হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র রিফাত উল্লাহ বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে কাজ করেছেন। তাঁর আদর্শকে ধারণ করে আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
কর্মসূচিতে সাভার পৌর ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
































