ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে নিখোঁজের দুই মাস পর অটোচালকের কঙ্কাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৮:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / 103

সাভারে নিখোঁজের দুই মাস পর অটোচালকের কঙ্কাল উদ্ধার

সাভারের বিরুলিয়ার ঝাউবন এলাকা থেকে দুই মাস আগে নিখোঁজ হওয়া এক অটোচালকের কঙ্কাল উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আমিন মোহাম্মদ মডেল টাউনের পাশের সাইপাড়া এলাকার একটি ঝাউবন থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ার নয়াপাড়া এলাকার শামীমের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন অটোচালক মিলন হোসেন (১৫)। পরে তার মা জোসনা বেগম গত ১৮ অক্টোবর আশুলিয়া থানায় সুমন (২৫) নামে এক ব্যক্তিকে আসামি করে অপহরণ মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন দুপুরে সুমন মোবাইল ফোনে কল করে মিলনকে বাড়ির বাইরে ডেকে নেন। এরপর থেকেই মিলন ও তার অটোরিকশার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সাভারে নিখোঁজের দুই মাস পর অটোচালকের কঙ্কাল উদ্ধার
সাভারে নিখোঁজের দুই মাস পর অটোচালকের কঙ্কাল উদ্ধার

কঙ্কাল উদ্ধারের পর আশুলিয়া থানা পুলিশ মামলার আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওহাব মিয়া জানান, “বিরুলিয়ায় ঝাউবন এলাকা থেকে মিলনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে নিখোঁজের দুই মাস পর অটোচালকের কঙ্কাল উদ্ধার

সর্বশেষ আপডেট ০৮:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

সাভারের বিরুলিয়ার ঝাউবন এলাকা থেকে দুই মাস আগে নিখোঁজ হওয়া এক অটোচালকের কঙ্কাল উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে আমিন মোহাম্মদ মডেল টাউনের পাশের সাইপাড়া এলাকার একটি ঝাউবন থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে আশুলিয়ার নয়াপাড়া এলাকার শামীমের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন অটোচালক মিলন হোসেন (১৫)। পরে তার মা জোসনা বেগম গত ১৮ অক্টোবর আশুলিয়া থানায় সুমন (২৫) নামে এক ব্যক্তিকে আসামি করে অপহরণ মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়, ঘটনার দিন দুপুরে সুমন মোবাইল ফোনে কল করে মিলনকে বাড়ির বাইরে ডেকে নেন। এরপর থেকেই মিলন ও তার অটোরিকশার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সাভারে নিখোঁজের দুই মাস পর অটোচালকের কঙ্কাল উদ্ধার
সাভারে নিখোঁজের দুই মাস পর অটোচালকের কঙ্কাল উদ্ধার

কঙ্কাল উদ্ধারের পর আশুলিয়া থানা পুলিশ মামলার আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে পুলিশ।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ওহাব মিয়া জানান, “বিরুলিয়ায় ঝাউবন এলাকা থেকে মিলনের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”