সাভারে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
- সর্বশেষ আপডেট ০৩:০৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / 79
সাভার পৌরসভার গেন্ডা এলাকায় ঢাকা–আরিচা মহাসড়কের পাশে পার্ক করে রাখা একটি শ্রমিকবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসের পেছনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস জানায়, বাসটি মহাসড়কের ইউটার্নের কাছে দাঁড় করানো ছিল। চালক মো. সেলিম বাসের সামনের দিকে ঘুমিয়ে ছিলেন। তিনি জানান, হঠাৎ পেছনের দিক থেকে আগুনের তাপ অনুভব করে ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে তিনি বাস থেকে নেমে চিৎকার করেন এবং পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন।
পরে সাভার ফায়ার সার্ভিসের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাস্থলে পৌঁছে দেখি পেছনের অংশে আগুন লেগেছে। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বাসের প্রায় ১০ শতাংশ পুড়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
চালক জানান, বাসের সামনের দিকে কয়েল জ্বালানো ছিল, তবে আগুন লেগেছে পেছনের অংশে—কীভাবে আগুনের সূত্রপাত হলো সে বিষয়ে নিশ্চিত নন তিনি।
এদিকে সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।
































