ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে ছদ্মবেশে নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৮:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / 208

সাভারে ছদ্মবেশে নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান

দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই জাকির আল আহসান ও এসআই ইমরান হোসাইন।

তদন্তে জানা গেছে, ধামরাই–আশুলিয়া এলাকায় ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ, সহিংসতা উসকে দেওয়া এবং সাভার-আশুলিয়াসহ বিভিন্ন অঞ্চলে নাশকতার পরিকল্পনায় মজিবর সরাসরি যুক্ত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। পরে পল্লী চিকিৎসকের পরিচয়ে এলাকার একটি দোকান ভাড়া নিয়ে ফার্মেসি চালু করেন এবং সেই আড়ালেই নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

মজিবর রহমান (৫০) ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বাস্তা নয়াচর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান এবং নিষিদ্ধ ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন। ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ধামরাইয়ের সাবেক এমপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ অনুসারী হিসেবেও তাকে পরিচিত করা হয়।

পুলিশ জানায়, ৬ নভেম্বর সাভারের বলিয়াপুর এলাকায় নাশকতার একটি ঘটনা ঘটে। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা হলে তদন্তে মজিবরের সম্পৃক্ততা নিশ্চিত হয়। এরপর তাকে আটক করতে অভিযান পরিচালনা করা হয়।

ওসি জুয়েল মিঞা জানান, তার কাছ থেকে সংগঠনের অর্থায়ন, পরিকল্পনা এবং সশস্ত্র সদস্য সংগ্রহসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে ছদ্মবেশে নাশকতার পরিকল্পনায় গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান

সর্বশেষ আপডেট ০৮:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

দেশব্যাপী নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক এবং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সাভারের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই জাকির আল আহসান ও এসআই ইমরান হোসাইন।

তদন্তে জানা গেছে, ধামরাই–আশুলিয়া এলাকায় ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ, সহিংসতা উসকে দেওয়া এবং সাভার-আশুলিয়াসহ বিভিন্ন অঞ্চলে নাশকতার পরিকল্পনায় মজিবর সরাসরি যুক্ত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। পরে পল্লী চিকিৎসকের পরিচয়ে এলাকার একটি দোকান ভাড়া নিয়ে ফার্মেসি চালু করেন এবং সেই আড়ালেই নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

মজিবর রহমান (৫০) ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের বাস্তা নয়াচর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান এবং নিষিদ্ধ ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ছিলেন। ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ধামরাইয়ের সাবেক এমপি বেনজীর আহমেদের ঘনিষ্ঠ অনুসারী হিসেবেও তাকে পরিচিত করা হয়।

পুলিশ জানায়, ৬ নভেম্বর সাভারের বলিয়াপুর এলাকায় নাশকতার একটি ঘটনা ঘটে। পরদিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা হলে তদন্তে মজিবরের সম্পৃক্ততা নিশ্চিত হয়। এরপর তাকে আটক করতে অভিযান পরিচালনা করা হয়।

ওসি জুয়েল মিঞা জানান, তার কাছ থেকে সংগঠনের অর্থায়ন, পরিকল্পনা এবং সশস্ত্র সদস্য সংগ্রহসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তাকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।