থানায় অভিযোগ
সাভারে চাঁদা না পেয়ে গুলি ছুড়ে ২ ট্রলার ছিনতাই
- সর্বশেষ আপডেট ০৭:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
- / 670
ঢাকার সাভারে চাঁদার টাকা না দেওয়ায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে যাত্রী পারাপারের দুটি ট্রলার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সাভার পৌর এলাকার কাতলাপুরে বংশী নদীর মিলন ঘাটে। এ ঘটনায় ভুক্তভোগীরা সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।
স্থানীয় সূত্রে জানা যায়, বংশী নদীর মিলন ঘাটটি সাভার পৌরসভা থেকে ইজারা নিয়ে পরিচালনা করতেন কামরুল ইসলাম নামে এক ব্যক্তি। তার ছেলে হেদায়েতুল্লাহ জানান, অন্তর খান, মোর্শেদ খানসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে তার বাবার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তারা নানা ধরনের হুমকি দিতে থাকেন।
হেদায়েতুল্লাহর ভাষ্যমতে, গতকাল (বুধবার) বিকেল সাড়ে ৫টার দিকে অন্তর ও আরও কয়েকজন ঘাটে এসে চাঁদার টাকা চান। টাকা না দেওয়ায় তারা কামরুল ইসলামকে মারধর শুরু করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অন্তর পিস্তল বের করে গুলি ছুড়েন এবং ভয়ভীতি সৃষ্টি করেন। এরপর অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে যাত্রী পারাপারের দুটি ট্রলার ছিনিয়ে নিয়ে যান তারা।
তিনি আরও জানান, ঘটনার পরপরই তার বাবা অভিযুক্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তর ও তার সহযোগীরা যুবদল ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। ঘটনার পর তারা এলাকা ছেড়ে পালিয়ে গেছেন, ফলে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সাভার থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, “ঘটনার বিষয়ে তদন্ত চলছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একজনকে পিস্তল হাতে দেখা গেছে। তবে গুলির সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
































