ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে কোটি টাকার কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সাভার
  • সর্বশেষ আপডেট ০৪:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 259

সাভারে কোটি টাকার কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

সাভারে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের নিচ থেকে ১৬৫ কেজি ওজনের কালো রঙের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. আমির হোসেন। তিনি জানান, মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সেখানে গোপনে রাখা হয়েছিল।

ঘটনাস্থল থেকে মো. দেলোয়ার হোসেন (৬১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার গোয়ালমারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং বর্তমানে ঢাকার মিরপুর-১ দারুসসালাম এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন একটি পুরোনো ওয়ালটন ফ্রিজের কার্টনের ভেতরে কৌশলে কষ্টি পাথরের মূর্তিটি লুকিয়ে রেখেছিলেন। মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন ১৬৫ কেজি। এর বাজারমূল্য আনুমানিক এক কোটি বিশ লাখ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাভারে কোটি টাকার কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

সর্বশেষ আপডেট ০৪:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

সাভারে এক কোটি বিশ লাখ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা পুলিশের আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজের নিচ থেকে ১৬৫ কেজি ওজনের কালো রঙের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চামড়া শিল্প নগরী পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. আমির হোসেন। তিনি জানান, মূর্তিটি বিদেশে পাচারের উদ্দেশ্যে সেখানে গোপনে রাখা হয়েছিল।

ঘটনাস্থল থেকে মো. দেলোয়ার হোসেন (৬১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার গোয়ালমারী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে এবং বর্তমানে ঢাকার মিরপুর-১ দারুসসালাম এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, দেলোয়ার হোসেন একটি পুরোনো ওয়ালটন ফ্রিজের কার্টনের ভেতরে কৌশলে কষ্টি পাথরের মূর্তিটি লুকিয়ে রেখেছিলেন। মূর্তিটির দৈর্ঘ্য প্রায় ৫০ ইঞ্চি, প্রস্থ ২১ ইঞ্চি এবং ওজন ১৬৫ কেজি। এর বাজারমূল্য আনুমানিক এক কোটি বিশ লাখ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।