শিরোনাম
চট্টগ্রাম ক্লাবে
সাবেক সেনাপ্রধান হারুন অর রশিদের নিথর মরদেহ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
- সর্বশেষ আপডেট ০২:৪৮:১০ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
- / 260
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাবাহিনী প্রধান হারুন অর রশিদ চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তার নিথর দেহ পাওয়া যায়।
সূত্রে জানা গেছে, একটি মামলার কার্যক্রমে অংশ নিতে রোববার তিনি চট্টগ্রামে যান এবং অবস্থান করেন চট্টগ্রাম ক্লাবে। রাতের পর থেকে তিনি আর বাইরে বের হননি। সোমবার দুপুর পর্যন্ত তার সাড়া না পেয়ে ক্লাবের কর্মীরা দরজা ভেঙে কক্ষে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হয়। কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
হারুন অর রশিদ ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সেনাবাহিনী প্রধানের দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে রাষ্ট্রদূতের পদেও অধিষ্ঠিত ছিলেন।




































