সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০১:২৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 113
সাবেক সিনিয়র সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার অভিযুক্ত হিসেবে আবু আলম শহীদ খানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
আবু আলম শহীদ খান আওয়ামী লীগ সরকারের সময়ে (১৯৯৬-২০০১) তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করে সিনিয়র সচিব হিসেবে অবসর নেন।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রাথমিকভাবে মামলার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে গতকাল চেক জালিয়াতি মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়েছে।
































