সাবেক সিইসি কে এম নুরুল হুদা গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৮:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 377
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।
তিনি জানান, সাবেক সিইসির বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে গ্রেপ্তারের নির্দিষ্ট মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে, একই দিন বিএনপির পক্ষ থেকে ঢাকার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করার আবেদন জমা দেওয়া হয়। এতে ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘প্রহসনের নির্বাচন’ আয়োজনের অভিযোগ আনা হয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল এই আবেদন জমা দেয়।
মামলার আবেদনে ২৪ জনের নাম উল্লেখ করা হয়, যাদের মধ্যে রয়েছেন ২০১৪ সালের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবু হানিফ, জাবেদ আলী ও শাহ নেওয়াজ। পাশাপাশি ওই সময়ের নির্বাচন সচিবসহ অন্যান্য নির্বাচন কমিশন কর্মকর্তারাও তালিকায় আছেন।
২০১৮ সালের নির্বাচনের সময় দায়িত্বে থাকা সিইসি কে এম নুরুল হুদাসহ নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীকেও আসামি করা হয়।
তালিকায় আরও আছেন শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ, শহীদুল হক, এসবি প্রধান মো. মনিরুল ইসলাম, ডিজিএফআই ও এনএসআইয়ের অজ্ঞাতনামা সাবেক প্রধান এবং ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল আলম।





































