সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
- সর্বশেষ আপডেট ০৩:২১:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 58
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজে রাষ্ট্রের অর্থ অপচয় এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তির পদমর্যাদা বা পরিচয়ের ভিত্তিতে নয়—অভিযোগের বিশ্বাসযোগ্যতাকেই অগ্রাধিকার দিয়ে অনুসন্ধান চালানো হয়।
অভিযোগ অনুযায়ী, নিকুঞ্জ-১ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত তিনতলা ডুপ্লেক্স বাড়ির আশপাশে বিভিন্ন নির্মাণ ও সাজসজ্জার কাজে অনিয়ম হয়েছে। হাঁটার পথ বাঁধা সৃষ্টি, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ তৈরি এবং খালের ধারে আধুনিক ল্যাম্পপোস্ট স্থাপনের মাধ্যমে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি উঠেছে। ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব শেষ করে আবদুল হামিদ পরিবারসহ ওই বাসায় ওঠেন।
এ অভিযোগগুলোর ভিত্তিতেই দুদক পুরো বিষয়টি যাচাই-বাছাই করছে।
































