সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকীর ইন্তেকাল
- সর্বশেষ আপডেট ০১:৩১:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 95
প্রখ্যাত অর্থনীতিবিদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বীর মুক্তিযোদ্ধা সাবেক মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকী আর নেই। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বাদ আসর গুলশান আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
ড. কামাল উদ্দিন সিদ্দিকী ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি নড়াইলের এসডিও (সাব-ডিভিশনাল অফিসার) হিসেবে দায়িত্বে ছিলেন। ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে চাকরি ছেড়ে ভারতে চলে যান এবং ঘোজাডাঙ্গা-সাতক্ষীরা সীমান্তে অবস্থিত মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগ দেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কর্নেল এম.এ.জি. ওসমানীর নির্দেশে তিনি কলকাতায় যান এবং প্রবাসী বাংলাদেশ সরকারের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বিজয়ের পর দেশে ফিরে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তিনি খুলনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব নেন। পরে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্যসচিব হিসেবে দায়িত্বে ছিলেন।
তিনি জাতিসংঘের শিশু অধিকার কমিটির সদস্য হিসেবে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং “এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফাউনা অফ বাংলাদেশ”-এর প্রধান সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০৬ সালের পর তিনি বিদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও যুক্তরাজ্যে অবস্থানকালে তিনি মোনাশ বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
বাংলাদেশের প্রশাসন, স্থানীয় সরকার ও উন্নয়ন কাঠামো নিয়ে তিনি একাধিক গুরুত্বপূর্ণ বই লিখেছেন, যা নীতি নির্ধারণ ও একাডেমিক জগতে দীর্ঘদিন ধরে প্রভাব ফেলছে।































