ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক ভূমিমন্ত্রীর চেক ব্যবহার করে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
  • সর্বশেষ আপডেট ০৬:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 87

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এই ঘটনায় সাবেক মন্ত্রীর মালিকানাধীন আরামিট গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমকে বুধবার দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও থানার আরামিট অফিস থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১১টি চেকের মুড়ি এবং প্রমাণপত্রও উদ্ধার করা হয়েছে।

দুদকের আইনজীবীর তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। অভিযোগে বলা হয়, এই অর্থ মূলত ব্যাংকের কর্মকর্তা ও অন্যান্যদের আইনি খরচ বহনের জন্য উত্তোলন করা হয়।

দুদকের পিপি অ্যাডভোকেট জানিয়েছেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নানা অনিয়ম ফাঁস হচ্ছে। ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, ২৪ জুলাই দুদকের উপ-পরিচালক একটি মামলা দায়ের করেন, যেখানে সাবেক মন্ত্রী, তার স্ত্রী, ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক ভূমিমন্ত্রীর চেক ব্যবহার করে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন

সর্বশেষ আপডেট ০৬:২৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। এই ঘটনায় সাবেক মন্ত্রীর মালিকানাধীন আরামিট গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলমকে বুধবার দুপুরে চট্টগ্রামের চান্দগাঁও থানার আরামিট অফিস থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১১টি চেকের মুড়ি এবং প্রমাণপত্রও উদ্ধার করা হয়েছে।

দুদকের আইনজীবীর তথ্য অনুযায়ী, ইসলামী ব্যাংকের কয়েকটি শাখা থেকে ১ কোটি টাকা, জনতা ব্যাংক থেকে ৩০ লাখ, সোনালী ব্যাংক থেকে ৩৬ লাখ এবং মেঘনা ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। অভিযোগে বলা হয়, এই অর্থ মূলত ব্যাংকের কর্মকর্তা ও অন্যান্যদের আইনি খরচ বহনের জন্য উত্তোলন করা হয়।

দুদকের পিপি অ্যাডভোকেট জানিয়েছেন, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নানা অনিয়ম ফাঁস হচ্ছে। ইউসিবিএল ব্যাংকের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলার তদন্তের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জানা গেছে, ২৪ জুলাই দুদকের উপ-পরিচালক একটি মামলা দায়ের করেন, যেখানে সাবেক মন্ত্রী, তার স্ত্রী, ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এই মামলার তদন্ত এখনও চলমান রয়েছে।