ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে ভর্তি

সিনিয়র প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 154

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে রাজধানীর শাহবাগে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আকতার।

তিনি জানান, “অসুস্থতা বোধ করায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।”

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন বলেন, “তাকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি আমাদের কার্ডিয়াক ইউনিটের সিসিইউতে আছেন এবং চিকিৎসকরা তার চিকিৎসা করছেন।”

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুল হক গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হয়ে কেরানীগঞ্জ কারাগারে আটক ছিলেন। তিনি জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার হন।

গ্রেপ্তারের দিন সকালেই তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কারাগারে পাঠায়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হাসপাতালে ভর্তি

সর্বশেষ আপডেট ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বেলা পৌনে ১২টার দিকে তাকে কেরানীগঞ্জ কারাগার থেকে রাজধানীর শাহবাগে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আকতার।

তিনি জানান, “অসুস্থতা বোধ করায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।”

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন বলেন, “তাকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি আমাদের কার্ডিয়াক ইউনিটের সিসিইউতে আছেন এবং চিকিৎসকরা তার চিকিৎসা করছেন।”

সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান খায়রুল হক গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার হয়ে কেরানীগঞ্জ কারাগারে আটক ছিলেন। তিনি জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার হন।

গ্রেপ্তারের দিন সকালেই তাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কারাগারে পাঠায়।