সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে মোহামেডানে দোয়া মাহফিল
- সর্বশেষ আপডেট ০২:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 52
মতিঝিলের চিরচেনা মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে আজ নেমে আসে শোকের ছায়া। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সেখানে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিল।
গত ৩০ ডিসেম্বর দেশবাসীকে শোকস্তব্ধ করে না ফেরার দেশে চলে যান বেগম খালেদা জিয়া। তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করতে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে একত্রিত হন ক্রীড়াঙ্গন ও রাজনীতির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা। মিলাদ ও দোয়া মাহফিলে রাজনীতি ও খেলাধুলার জগতের মানুষেরা মিলেমিশে একাকার হয়ে যান।
মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের বহু পরিচিত মুখ উপস্থিত ছিলেন। মোহামেডানের সাবেক সভাপতি মোসাদ্দেক আলী, বাফুফের সাবেক সভাপতি এস সুলতানসহ ক্লাবের বর্তমান ও সাবেক কর্মকর্তারা দোয়া মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বিএনপি নেতা বরকতউল্লা বুলু, ইশরাক হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন। এছাড়া মোহামেডান কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুবুল আনাম, শরিফুল আলম, মাসুদুজ্জামান, আনোয়ারুল হক হেলালসহ অনেকে যোগ দেন।

একসময়কার দাপুটে ফুটবল তারকারাও এদিন একত্র হন। উপস্থিত ছিলেন প্রতাপ শংকর হাজরা, হাসানুজ্জামান বাবলু, শফিকুল ইসলাম মানিক, জসিম উদ্দিন জোসি, কায়সার হামিদ, রুম্মান বিন ওয়ালী সাব্বির, ইলিয়াস হোসেন, ছাইদ হাসান কানন, সাইফুল বারী, ইকবাল হোসেন, আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, বিপ্লব ভট্টাচার্য, জুলফিকার মাহমুদ, নিজাম মজুমদার, নজরুল ইসলাম ও মোহাম্মদ সুজন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হকও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
ফুটবলের পাশাপাশি ক্রিকেট ও হকি অঙ্গনের পরিচিত মুখ মিনহাজুল আবেদীন নান্নু, সাজেদ আদেল, রফিকুল ইসলাম কামাল, রাসেল মাহমুদ জিমি, আরিফুল হক ও শহিদুল্লাহ টিটুও অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় কামরুন নাহার ডানা, টেবিল টেনিস খেলোয়াড় সাইদুল হক সাদী, মোহামেডান কর্মকর্তা ফজলুর রহমান বাবুল, সারোয়ার হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। ছিলেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
দোয়া মাহফিলের মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে ক্রীড়াবিদ ও সংগঠকেরা এমন এক নেত্রীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, যিনি সব সময় দেশের ক্রীড়াঙ্গনের প্রতি আন্তরিকতা ও সহানুভূতি দেখিয়েছেন।
































