ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক তিন সিইসির বিরুদ্ধে বিএনপির আনুষ্ঠানিক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ আপডেট ১২:০১:২০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 209

সাবেক তিন সিইসির বিরুদ্ধে ইসিতে বিএনপির আনুষ্ঠানিক অভিযোগ

সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বিএনপি। রোববার (২২ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়।

দলটির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগপত্রটি জমা দেয়। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান, ইকবাল হোসেন, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তাদের অভিযোগ, এই তিন দফার নির্বাচনেই সিইসি ও কমিশনাররা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন এবং নানা অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছেন।

প্রতিনিধিদলের সদস্য সালাহ উদ্দিন খান জানান, আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযোগপত্র জমা দেওয়ার পর তারা শেরেবাংলা নগর থানায় গিয়েও একটি মামলার আবেদন করেছেন। মামলায় মোট ১৯ জন নির্বাচন কমিশনার এবং কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে বহুবার অভিযোগ করলেও তৎকালীন কমিশনগুলোর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আশা করি, বর্তমান নির্বাচন কমিশন তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।”

উল্লেখ্য, ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন পরিচালনা করেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন পরিচালনা করেন কে এম নূরুল হুদা, এবং ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালিত হয় সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

সাবেক তিন সিইসির বিরুদ্ধে বিএনপির আনুষ্ঠানিক অভিযোগ

সর্বশেষ আপডেট ১২:০১:২০ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে বিএনপি। রোববার (২২ জুন) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছে জমা দেওয়া হয়।

দলটির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগপত্রটি জমা দেয়। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান, ইকবাল হোসেন, শরিফুল ইসলাম ও নাঈম হাসান।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তাদের অভিযোগ, এই তিন দফার নির্বাচনেই সিইসি ও কমিশনাররা রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন এবং নানা অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করেছেন।

প্রতিনিধিদলের সদস্য সালাহ উদ্দিন খান জানান, আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অভিযোগপত্র জমা দেওয়ার পর তারা শেরেবাংলা নগর থানায় গিয়েও একটি মামলার আবেদন করেছেন। মামলায় মোট ১৯ জন নির্বাচন কমিশনার এবং কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, “২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে বহুবার অভিযোগ করলেও তৎকালীন কমিশনগুলোর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আশা করি, বর্তমান নির্বাচন কমিশন তদন্ত করে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।”

উল্লেখ্য, ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন পরিচালনা করেন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচন পরিচালনা করেন কে এম নূরুল হুদা, এবং ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালিত হয় সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে।