সাবেক এমপি সাবিনা আক্তার তুহিন গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১০:৫৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- / 269
ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য (এমপি) সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার মধ্যরাতে নবাবগঞ্জ উপজেলার ষোল্লা ইউনিয়নের নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ জুন) সকালে ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট অভিযোগে ডিবি ওয়ারী বিভাগের একটি দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ডিবি পুলিশ সাবিনা তুহিনকে গ্রেপ্তার করতে গেলে স্থানীয় নারী-পুরুষ প্রতিবাদ করে এবং বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় সাবিনা আক্তার তুহিন নিজেই তাদের শান্ত থাকতে বলেন এবং অনুরোধ করেন কেউ যেন আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা না দেয়।
তিনি নিজেকে নির্দোষ দাবি করে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানান। পুরো পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কিছুটা বেগ পেতে হলেও শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়।
তবে এখনো বিস্তারিতভাবে তুহিনের বিরুদ্ধে অভিযোগের ধরন বা মামলার বিষয়বস্তু প্রকাশ করেনি ডিবি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানা গেছে।































