দুর্নীতির মামলায়
সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০২:৫৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / 90
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে দুর্নীতির একটি মামলায় গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) মোহাম্মদপুরে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম-কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, “দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা একটি মামলার তদন্ত চলমান রয়েছে। মামলার ভিত্তিতে দুদক থেকে রিকুইজিশন পাওয়ার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে।”
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, নাজমুল আহসান কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে আলোচনায় ছিলেন। তার বিরুদ্ধে সরকারি দায়িত্বে থেকে দুর্নীতিতে জড়ানোর অভিযোগ রয়েছে, যা বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে।































