সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আর নেই
- সর্বশেষ আপডেট ১০:৪২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
- / 78
বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
২০০৮ সালের ১৩ জুলাই থেকে ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত তিনি দেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন।
তিনি ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে স্নাতক, ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৮৪ সালে কলম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
১৯৭০-এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করতেন এবং পরে ড. কামাল হোসেনের সহযোগী হিসেবে আইন পেশায় যুক্ত হন।


































